About AID

AID Foundation (now defunct Action In Development- AID) started its activities from December 17, 1992 with its own resource in a community of Jhenaidah District under the leadership of the present Chief Executive. AID, the idea came out from the compatible youthful pin-up to assist the poor students and others underprivileged. It is a non-political and human welfare oriented non-government organization (NGO) steadfast to contribute and promote national development through upgrading the socio-economic condition of the disadvantaged and under-privileged poor communities of the society.

Since its inceptions, AID is very committed, specific and sincere to bring the socio-economic uplift and establish the rights of the women and children of the society. Primarily, the AID Activists started blood-donating and collecting money from the solvent people of the locality and old books from their children. Thereafter, they distributed the money and the books among the poor and meritorious students. During this period, the AID workers started to help the autistic boys and girls both financially and humanitarianly living within the jurisdiction of Jhenaidah Municipality and Porahati U.P of Sadar upazila.

Recent Activities

৩০ জানুয়ারি ২০২৪ স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও এলজিআই গাইডলাইন বাস্তবায়ন মনিটরিং কমিটির আহ্বায়ক ড. মলয় রায় চৌধুরী'র সাথে তাঁর কার্যালয়ে "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা" বাস্তবায়ন বিষয়ে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্রাটেজির কনসালটেন্ট জনাব ফাহিমুল ইসলাম (যুগ্ম সচিব), জনাব নুমেরী জামান, যুগ্ম সচিব, স্থানীয় সরকার বিভাগ, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের অনীক।


৩০ জানুয়ারি ২০২৪ স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ফারজানা মান্নান ম্যামের সাথে তাঁর কার্যালয়ে "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা" বাস্তবায়ন বিষয়ে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্রাটেজির কনসালটেন্ট জনাব ফাহিমুল ইসলাম (যুগ্ম সচিব), এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের অনীক।


মেয়র এলাইন্স ফর হেলদি সিটি, সিংড়া পৌরসভা ও এইড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে "Experience Sharing Meeting in Greater Rajshahi" শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয়। সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে মেয়র এলাইন্স এর কোঅর্ডিনেটর আবু নাসের অনীক এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মেয়র এলাইন্স এর জেনারেল সেক্রেটারি, ধামরাই পৌরসভার মেয়র জনাব গোলাম কবির। স্বাগত বক্তব্য দেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা। রিসোর্স পার্সন হিসাবে আলোচনা করেন ভাইটাল স্ট্রাটেজির সিনিয়র টেকনিক্যাল এডভাইজার সৈয়দ মাহবুবুল আলম তাহিন। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্তজা লিলি, নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির। আরো আলোচনা করেন স্টপ বাংলাদেশের ফোকাল পয়েন্ট ফাহমিদা ইসলাম ও টিসিআরসি'র প্রকল্প ব্যবস্থাপক ফারহানা জামান লিজা। বৃহত্তর রাজশাহীর আট মেয়র প্রত্যয় ব্যক্ত করে বলেন, "২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ গড়া"র মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকাটি বাস্তবায়নের মাধ্যমে।


আগামী ২৯ জানুয়ারি ২০২৪ বৃহত্তর রাজশাহী অঞ্চলের পৌরসভার মেয়রদের অংশগ্রহণে সিংড়া পৌরসভায় অনুষ্ঠিতব্য "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা" বিষয়ক মতবিনিময় সভা সাফল্যমন্ডিত করার জন্য সিংড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব জান্নাতুল ফেরদৌস ২২ জানুয়ারি ২০২৪ মেয়র এলাইন্স ফর হেলদি সিটি'র সচিবালয়ে আসেন অনুষ্ঠানটির আয়োজন পরিকল্পনা সম্পর্কে সচিবালয়কে অবহিত করার জন্য। এসময় উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, এলাইন্স এর কো-অর্ডিনেটর আবু নাসের অনীক। ২২ জানুয়ারি মেয়র মহোদয়ের শুভ জন্মদিন হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


সাম্প্রতিক সময়ে সিংড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব জান্নাতুল ফেরদৌস সংস্থার ঢাকা অফিসে আসেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন পৌর মেয়রের সাথে ফোনে মতবিনিময় করে বলেন, আগামী ২৯ জানুয়ারি সিংড়া পৌরসভায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত করবেন। আলোচনায় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের অনীক। সংস্থার ক্যালেন্ডার উপহার হিসাবে তার হাতে তুলে দেওয়া হয়।


১৭ জানুয়ারি ২০২৪ মৌলভীবাজার পৌরসভা, মেয়র এলাইন্স ফর হেলদি সিটিজ এবং এইড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মৌলভীবাজার পৌরসভার সম্মেলন কক্ষে "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা" বাস্তবায়নে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটিতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র এলাইন্স ফর হেলদি সিটি'র কো-চেয়ারম্যান সাভার পৌরসভার মেয়র জনাব হাজী আব্দুল গণি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এলাইন্স এর সাধারণ সম্পাদক ধামরাই পৌরসভার মেয়র জনাব গোলাম কবির। সভাটি সঞ্চালনা করেন এলাইন্স এর কোঅর্ডিনেটর আবু নাসের অনীক।

Read More

১৬ জানুয়ারি ২০২৪ এইড ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল সিলেট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট'এর উপাচার্য মহোদয় অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের অনীক। আলোচনায় তাঁর আওতাধীন মেডিকেল কলেজগুলির ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের বিক্রয়, ব্যবহার ও প্রচারণা বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। তিনি বলেন, অবিলম্বে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।


গত ১৭ জানুয়ারি ২০২৪ সন্ধ্যায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন এইড ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল। এই সময় উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের অনীক এবং এডমিন অফিসার নাসরিন সুলতানা নাইস। আলোচনায় "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা বাস্তবায়ন" বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। অনতিবিলম্বে তামাক বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনা হবে বলে অবহিত করেন। তিনি বলেন, ইতিমধ্যেই শহরের বিভিন্ন অটোরিক্সাতে "তামাকমুক্ত হবিগঞ্জ শহর" এই শ্লোগান সংযুক্ত করে প্রচারণা চালানো হচ্ছে। শহরের বিভিন্ন পয়েন্টে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। তিনি মেয়র এলাইন্স ফর হেলদি সিটি'র সদস্য হিসাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।


১৬ জানুয়ারি ২০২৪ সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব জসিম উদ্দিন মহোদয়ের সাথে এইড ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গাইডলাইন বাস্তবায়নের বিষয়ে একটি দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

Read More

১৫ জানুয়ারি ২০২৪ মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজনের হাতে সংস্থার ডেস্ক ক্যালেন্ডার উপহার হিসাবে তুলে দেন প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা ও প্রশাসনিক কর্মকর্তা নাসরিন সুলতানা নাইস। উপস্থিত ছিলেন মেয়র এলাইন্স ফর হেলদি সিটি'র কোঅর্ডিনেটর আবু নাসের অনীক।


এইড ফাউন্ডেশনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো জাতীয় সংগীত ও এইড সংগীত, শপথবাক্য পাঠ, খেজুরের রস পান ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে শীতবস্ত্র এবং ফুলের চারা তরণের মধ্য দিয়ে।

Read More

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ৩ ডিসম্বর, ২০২৩ উদযাপন

Read More

১৬ নভেম্বর ২০২৩ সংস্থার নির্বাহী পরিষদের কোষাধ্যাক্ষ প্রয়াত নূরুন্নাহার কুসুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ঢাকা অফিসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।


সায়মা ওয়াজেদকে অভিনন্দন

Read More

চট্টগ্রামের আট মেয়রের তামাক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ঘোষণা

Read More

২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেয়রদের সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ

Read More

মনোহরদী পৌর এলাকাকে তামাকমুক্ত নগরী হিসাবে গড়ে তোলা হবে

Read More

৯ অক্টোবর ২০২৩, জাতীয় তামাকমুক্ত দিবস


আজ ২ অক্টোবর,২০২৩ সকাল ১১ টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের কেন্দ্রীয় মনিটরিং কমিটির সভায় এইড ফাউন্ডেশন এর পক্ষে শাগুফতা সুলতানা, প্রকল্প পরিচালক ও আবু নাসের অনীক, সিনিয়র প্রোগ্রাম অফিসার অংশগ্রহণ করি। সভাটিতে সভাপতিত্ব করেন জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ। বিশেষভাবে উপস্থিত ছিলেন জনাব হোসেন আলী খোন্দকার, সমন্বয়ক, এনটিসিসি, অতিরিক্ত সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ।

Read More

আজ ১ অক্টোবর ২০২৩ বিকাল ৪ টায় এইড ফাউন্ডেশনের উদ্যোগে; ভাইটাল স্ট্রাটেজির সহযোগিতায় বিকাল ৪ টায় এইডের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে "Discussion Meeting on Model Municipalities focusing on the LGI Guideline" শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটিতে সভাপতিত্ব করেন জনাব আব্দুল খালেক, যুগ্ম পরিচালক, এনআইএলজি। বিশেষভাবে উপস্থিত ছিলেন এ জেহাদ সরকার, সহকারি পরিচালক, এনআইএলজি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ মাহবুবুল আলম তাহিন, টেকনিক্যাল এডভাইজার, ভাইটাল স্ট্রাটেজি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা অনন্যা রহমান, কর্মসূচি প্রধান, ডাব্লিউবিবি ট্রাস্ট, স্টপ ফোকাল পয়েন্ট ফাহমিদা ইসলাম, শারমিন আক্তার রিনি, প্রোগ্রাম অফিসার, এনআইএলজি, বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধি আজিম, আবু নাসের অনীক, সিনিয়র প্রোগ্রাম অফিসার এইড ফাউন্ডেশন। সভাটি সঞ্চালনা করেন শাগুফতা সুলতানা, প্রকল্প পরিচালক এইড ফাউন্ডেশন। সভায় তামাক নিয়ন্ত্রণে মডেল পৌরসভার রুপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।

Read More

২০ সেপ্টেম্বর,২০২৩ মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মহোদয় (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) জনাব মো: আমিন উল আহসান এর সাথে এইড ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রকাশিত "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা" টি প্রশাসনের জেলা ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। অতিরিক্ত সচিব মহোদয় এই বিষয়ে প্রতিনিধি দলকে তার সাধ্যনুযায়ি ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই সময় এইড ফাউন্ডেশনের পক্ষ্য থেকে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের অনীক।


মেয়র এলাইন্স ফর হেলদি সিটি'র চেয়ারম্যান, রংপুর সিটি কর্পোরেশন মেয়র এর সাথে সাক্ষাত স্থানীয় সরকার বিভাগে (সচিবালয়) আজ ২৪ সেপ্টেম্বর, ২০২৩ হঠাত করেই মেয়র এলাইন্স ফর হেলদি সিটি'র চেয়ারম্যান, রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র জনাব মোস্তাফিজার রহমান ভাই এর সাথে সাক্ষাত হয়। এই সময়ে এলাইন্স এর আগামী দিনের কার্যক্রম সম্পর্কে তাঁর সাথে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি কিছু নির্দেশনা প্রদান করেন।

Meeting with Mayor, Rangpur City Corporation, Chairman, Mayor Alliance for Healthy Cities - MAHC In Local Government Division (Secretariat) today 24th September, 2023 suddenly met the Chairman of Mayor Alliance for Healthy City, Mayor of Rangpur City Corporation Mr. Mostafizar Rahman Bhai. At this time a brief discussion was held with him about the future activities of the Alliance. He gave some instructions in this regard.


এলজিআই গাইডলাইন বাস্তবায়নে কেন্দ্রীয় মনিটরিং টিমের ফোকাল পয়েন্ট এর সাথে সভা অনুষ্ঠিত

Read More

On 7th May 2023, an important meeting was held at the Secretariat with Mr. Jasim Uddin, Joint Secretary, Local Government Division, one of the members of the Central Monitoring Team for the implementation of LGI Guidelines on TC Law.

Read More

বৃক্ষরোপণ ২০২৩ এর সূচনা!

"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" ৫ জুন ২০২৩ বিশ্ব পরিবেশ দিবসে এই শ্লোগানকে সামনে নিয়ে সংস্থার ঢাকা অফিসের উদ্যোগে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। আজকে শ্যামলী-রিং রোডে পলাশ, কৃষ্ণচুড়াসহ আরো বেশকিছু ঔষুধী বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণের কোন বিকল্প নাই।

Read More

১৬ এপ্রিল ২০২৩ Mayor Alliance for Healthy Cities - MAHC মেয়র এলাইন্স ফর হেলদি সিটি'র কমিটির সাধারণ সভা এলাইন্স এর চেয়ারম্যান,কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র Mujibur Rahman মুজিবুর রহমানের সভাপতিত্বে বিকাল সাড়ে তিন টায় এলাইন্স এর সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

সভাটি সঞ্চালনা করেন এলাইন্স এর সমন্বয়ক জনাব আবু নাসের অনীক। সভায় সশরীরে উপস্থিত ছিলেন এলাইন্স এর কো-চেয়ারম্যান,সাভার পৌরসভার মেয়র জনাব হাজী আব্দুল গনি, সাধারণ সম্পাদক, ধামরাই পৌরসভার মেয়র জনাব গোলাম কবির, মনোহরদি পৌরসভার মেয়র জনাব আমিনুর রশিদ সুজন। ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব মোস্তাফিজার রহমান, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র জনাব আঞ্জুমানা বেগম, সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র জনাব আনোয়ার রেজা, হরিনাকুন্ডু পৌরসভার মেয়র জনাব ফারুক হোসেন, মহেশখালি পৌরসভার মেয়র জনাব মকছুদ মিয়া আলোচনায় অংশগ্রহণ করেন।

Read More

আজ ৯ মার্চ ২০২৩ সকাল ১১ টায় আফরোজা হক রীনা, মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসন-৫০) এর সাথে এইড ফাউন্ডেশনের একটি দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত) আইনটির সংশোধনী প্রস্তাবনার উপর আলোচনা হয়। একই সাথে আগামী বাজেটে তামাকজাত দ্রব্যের উপর সুনির্দিষ্ট করারোপের বিষয়ে তার সমর্থন প্রত্যাশা করা হলে তিনি জানান, তামাক নিয়ন্ত্রণের বিষয়ে যেকোন ধরণের পদক্ষেপের সাথে উনি সংহতি প্রকাশ করছেন।

Read More

Today 29th March 2023 attend The National Consultation on Child-focused UPR Stakeholders' Report.


Today 11th March, 2023 a team comprised with 25 members from Gazipur City Corporation visited AID Foundation's FSM project. After visit the team meet with AID Foundations senior staff and hold a discussion meeting on FSM Project. The team express their satisfaction after discussing on project.


Mayors will work collaboratively to achieve the goal of tobacco-free Bangladesh by 2040

The mayors at a two-day conference have taken the decision that strong steps will be taken to implement the Smoking and Tobacco Products Usage (Control) (Amendment) Act, 2013; and Tobacco Control Implementation Guidelines for Local Government Institutes in order to prevent the tobacco-related diseases and deaths. The two-day conference ‘Bangladesh Mayors’ Summit for Tobacco Control and Disease Prevention’ was held in Cox’s Bazar. The summit began on 23 September Friday and ended on Saturday (September 24, 2022).

Read More

টেলিফোন নাম্বার পরিবর্তন প্রসংগে


আন্তর্জাতিক ইশারাভাষা দিবস ও শ্রবণ প্রতিবন্ধী সপ্তাহ, ২০১৯ে

এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত “ Improved Education Outcomes For Deaf children In Bangladesh (IEO-DCB )” প্রকল্পের আওতায় আন্তর্জাতিক ইশারাভাষা দিবস ও শ্রবণ প্রতিবন্ধী সপ্তাহ, ২০১৯ উদ্যাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ০৮ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ (২৩ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ) সকাল ১০.০০ টায় এক বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে ইশারা ভাষা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, শিশু সুরক্ষা সেশন, ইশারা ভাষা সেশন এবং আজ ১৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ (২৯ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ) সকাল ১০.০০ টায় ঝিনাইদহ প্রেসক্লাবে প্রতিবন্ধী নারীদের সামাজিক নিরাপত্তা এবং “প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩” সফল ভাবে বাস্তবায়নের দাবিতে সাংবাদিক সম্মেলন এবং মানব বন্ধন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক ইশারাভাষা দিবস ও শ্রবণ প্রতিবন্ধী সপ্তাহ-২০১৯ উদযাপন সমাপ্ত হয়।


Bangladesh Leadership Awards 2019

AID Foundation received “Bangladesh Leadership Awards 2019” on 8th September, 2019 at Pan Pacific Sonar Goan, on wards which is only the NGO in Bangladesh to received this award.

Read More



Current Projects


Our Development Partner