চট্টগ্রামের আট মেয়রের তামাক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ঘোষণা

২৫ অক্টোবর ২০২৩ বৃহত্তর চট্টগ্রামের আট টি পৌরসভার সমন্বয়ে পটিয়া পৌরসভার সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গাইডলাইন বাস্তবায়ন বিষয়ে "Experience Sharing Meeting in Greater Chittagong with Eight Municipalities" শীর্ষক একটি অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র এলাইন্স ফর হেলদি সিটি'র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, চান্দানাইশ পৌরসভার মেয়র জনাব মাহবুবুল আলম। সভাটি সঞ্চালনা করেন এলাইন্স এর কোঅর্ডিনেটর আবু নাসের অনীক। স্বাগত বক্তব্য দেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা। এরপর প্রেজেন্টেশন এর মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেয়র এলাইন্স ফর হেলদি সিটি'র সাধারণ সম্পাদক, ধামরাই পৌরসভার মেয়র জনাব গোলাম কবির। উপস্থিত অতিথি হিসাবে আলোচনা করেন পটিয়া পৌরসভার মেয়র জনাব আইয়ুব বাবুল, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন, সিংড়া পৌরসভার মেয়র জনাব জান্নাতুল ফেরদৌস, সাতকানিয়া পৌরসভার মেয়র জনাব মোঃ জুবায়ের, ফটিকছড়ি পৌরসভার মেয়র জনাব মো: ইসমাইল হোসেন,বাশখালি পৌরসভার মেয়র জনাব তোফায়েল বিন হোসেন। এছাড়া মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অংশগ্রহণকারী পৌরসভাগুলির কাউন্সিলর, পৌর নির্বাহী কর্মকর্তাগন। উপস্থিত মেয়র ও নির্বাহী কর্মকর্তাগন প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তারা তাদের পৌরসভার উদ্যোগে অনুরূপ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে "আগামী ২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার" মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

Eight mayors of Chittagong declared their commitment to work together in tobacco control

25 October 2023, an experience sharing meeting titled "Experience Sharing Meeting in Greater Chittagong with Eight Municipalities" was held in the conference room of Patiya Municipality in coordination with the eight municipalities of Greater Chittagong regarding the implementation of guidelines of local government institutions on tobacco control.The meeting was presided over by Mr. Mahbubul Alam, Mayor of Chandanish Municipality, one of the executive committee members of Mayor Alliance for Healthy Cities - MAHC .The meeting was moderated by Alliance Coordinator Abu Naser Anik.
Shagufta Sultana, Project Director of AID Foundation gave the welcome speech. After that, General Secretary of Mayor Alliance for Healthy Cities, Mayor of Dhamrai Municipality, Mr. Golam Kabir presented the main key note paper through presentation. Mr. Ayub Babul, Mayor of Patiya Municipality, Mr.Gias Uddin of Mirsharai Municipality, Mr. Jannatul Ferdous, Mayor of Singra Municipality, Mr. Md Zubair Mayor of Satkania Municipality, Mr. Md. Tofael Bin Hossen Mayor of Bashkhali Municipality and Mr. Ismail Hossain, Mayor of Fatikhhari. Besides, councilors, municipal executive officers of the participating municipalities participated in the open discussion. The mayors and executive officers present promised that they will play a role in the implementation of the announcement of the honorable Prime Minister "to make Bangladesh tobacco-free before the year 2040"by implementing similar programs in their municipalities.