Recents Activities

ঢাকা বৃক্ষ রোপন অভিযান : পর্ব – ০২
গতকালের পূর্ব ঘোষিত কর্ম সূচী অনুযায়ী আজ ০৭ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ (২২ জুলাই ২০১৯ খিস্ট্রাব্দ) শ্যামলী পার্কে দুস্প্রাপ্য নাগলিংগম, রাধাচুড়া, ঔষুধ বৃক্ষ পলাশসহ কিছু বৃক্ষ রোপন করা হয়।
উক্ত কর্মসূচীতে সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব তারিকুল ইসলাম পলাশের নেতৃত্বে ঢাকা অফিসের নারী ও পুরুষ কর্মী সহ পার্কে আগত বৃক্ষ প্রেমিরা সক্রিয় অংশগ্রহণ করেন!