প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ব্যবসায়ী উপকরণ বিতরণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে, এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘প্রতিবন্ধী মানুষের জন্য জীবিকায়ন কর্মসূচি’ প্রকল্পের আওতায় ১৪ জন উপকারভোগীর মাঝে ক্ষুদ্র ব্যবসার উপকরণ সহায়তা প্রদান উপলক্ষে ০৯ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ (২৪ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ) বুধবার সকাল ১১.০০ টার সময় এইড কমপ্লেক্স হল রুম ঝিনাইদহে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ আব্দুল লতিফ সেখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এইড প্রশাসন বিভাগের সহকারি পরিচালক জনাব তন্ময় কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এইড প্রতিবন্ধী শিশু পুর্নবাসন কর্মসূচির সহকারি পরিচালক জনাব সুরাইয়া পারভীন শিল্পী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইড কর্মসূচি বিভাগের সহকারি পরিচালক (উন্নয়ন কর্মসূচি) জনাব দোয়া বখ্শ শেখ।

উপস্থিত বক্তাগণ উল্লেখ করেন, প্রতিবন্ধী পরিবার গুলোতে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বচ্ছলতা আনয়নের সূত্রপাত ঘটানোই উক্ত কর্মসূচির উদ্দেশ্য। তাঁরা উপকারভোগিদের প্রাপ্ত উপকরণসমূহের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানের বক্তব্যকে ইশারাভাষায় উপস্থাপন করেন জনাব মাকছুদা আক্তার স্বর্ণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব এনামুল কবির।