Mayor Alliance for Healthy Cities

পৃথিবীর উন্নত দেশসমূহে নগর ব্যাবস্হাপনার প্রধান দায়িত্বে মেয়ররা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন। আমাদের দেশে অনেক অব্যাবস্থাপনার মধ্যে এ ব্যাবস্থাটিও অকার্যকর। সংসদ সদস্যরা অনেকক্ষেত্রে মেয়রের ভূমিকা পালন করছেন, এমনকি জেলা পরিষদ ও জেলা প্রশাসকরাও মেয়রদের কার্যকরণের ভাগীদার হচ্ছেন। এঅব্যাবস্থাপনা উপলব্ধি করেই কিছু মানুষ এবং সামাজিক সংগঠন নানামুখি পদক্ষেপ গ্রহণ করে আসছে তারাই ধারাবাহিকতায় বাংলাদেশে Mayor Alliance for Healthy Cities নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সংগঠনটি মূলত অসংক্রামক রোগ যেমন: ডায়াবেটিস, ক্যান্সার, হাইপারটেনশনে, মুটিয়ে যাওয়া অর্থাৎ যে সমস্ত রোগ জীবন ব্যাবস্থা পরিবর্তন করে প্রতিরোধ করা যায়। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যাবস্হা মূলত হাসপাতাল, ঔষধ আর বাজারমূখি এরফলে অচিরেই স্বাস্থ্য ব্যাবস্থা ভেঙে পড়বে। বিষয়টি ক্ষুদ্র পর্যায়ে শুরু হলেও আশাকরি অচিরেই বাংলাদেশের সব মেয়র, সরকারের স্বাস্থ্য বিভাগ সহ সকল দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা সমূহ যথাযথ ভূমিকা রাখবেন। যার পদযাত্রা রংপুরের ভিন্নজগত থেকে শুরু হলো। যার মাধ্যমে বাংলাদেশের শহর গুলোতে পর্যাপ্ত খেলার মাঠ, হাঁটার ব্যাবস্থা, গাছ লাগানো, জলাশয়, যানবহন নিয়ন্ত্রণ, খোলা জায়গা সংরক্ষন সহ স্বাস্থ্য ব্যাবস্থা নিশ্চিত করা।