মনোহরদী পৌর এলাকাকে তামাকমুক্ত নগরী হিসাবে গড়ে তোলা হবে

আজ ২২ অক্টোবর ২০২৩ বৃহত্তর ঢাকার আট টি পৌরসভার সমন্বয়ে ধামরাই ১৮ অক্টোবর,২০২৩ মনোহরদী পৌরসভাকে তামাক নিয়ন্ত্রণে মডেল পৌরসভা হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পৌরসভার সম্মানিত মেয়র জনাব আমিনুর রশিদ সুজন এর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র তার বক্তব্যে বলেন, তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা "২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ" গড়ার লক্ষ্যে মনোহরদী পৌরসভাকে তামাকমুক্ত নগরী হিসাবে গড়ে তোলা হবে। সভাটিতে উপস্থিত থেকে আলোচনা করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের অনীক। এছাড়াও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধি সংগঠনসহ অন্যরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সভাটি পরিচালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা।

On October 18, 2023, a meeting was held in the municipality under the chairmanship of the Honorable Mayor of the municipality Mr. Aminur Rashid Sujan to establish Manahordi Municipality as a model municipality in tobacco control. In his speech at the meeting, the mayor said that Manahordi municipality will be developed as a tobacco-free city with the aim of making "tobacco-free Bangladesh before 2040" announced by the honorable Prime Minister by implementing tobacco control programs. AID Foundation Project Director Shagufta Sultana and Senior Program Officer Abu Naser Anik attended the meeting and discussed. In addition, the concerned officials of the municipality, teachers' representatives, journalists, young representatives, woman representatives representative organization of Bangladesh Anti-Tobacco Alliance and others participated in the open discussion. The meeting was modarated by the executive officer of the municipality.