১৭ জানুয়ারি ২০২৪ মৌলভীবাজার পৌরসভা, মেয়র এলাইন্স ফর হেলদি সিটিজ এবং এইড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মৌলভীবাজার পৌরসভার সম্মেলন কক্ষে "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা" বাস্তবায়নে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটিতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র এলাইন্স ফর হেলদি সিটি'র কো-চেয়ারম্যান সাভার পৌরসভার মেয়র জনাব হাজী আব্দুল গণি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এলাইন্স এর সাধারণ সম্পাদক ধামরাই পৌরসভার মেয়র জনাব গোলাম কবির। সভাটি সঞ্চালনা করেন এলাইন্স এর কোঅর্ডিনেটর আবু নাসের অনীক।

স্বাগত বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা। সভায় অংশগ্রহণ করে আলোচনা করেন বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান, কুলাউড়া পৌর মেয়র শিফার উদ্দিন আহম্মেদ, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহম্মেদ, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, মনহোরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন। এছাড়াও পৌরসভার কাউন্সিলর এবং পৌর নির্বাহী কর্মকর্তাগন সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত মেয়রগণ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করবেন। নিজেদের পৌর এলাকাকে তামাকমুক্ত নগরী হিসাবে গড়ে তুলবেন। আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার জন্য তাঁরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন। সেই লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রকাশিত "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা" বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যেই নির্দেশিকা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।