১৬ এপ্রিল ২০২৩ Mayor Alliance for Healthy Cities - MAHC মেয়র এলাইন্স ফর হেলদি সিটি'র কমিটির সাধারণ সভা এলাইন্স এর চেয়ারম্যান,কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র Mujibur Rahman মুজিবুর রহমানের সভাপতিত্বে বিকাল সাড়ে তিন টায় এলাইন্স এর সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

সভাটি সঞ্চালনা করেন এলাইন্স এর সমন্বয়ক জনাব আবু নাসের অনীক। সভায় সশরীরে উপস্থিত ছিলেন এলাইন্স এর কো-চেয়ারম্যান,সাভার পৌরসভার মেয়র জনাব হাজী আব্দুল গনি, সাধারণ সম্পাদক, ধামরাই পৌরসভার মেয়র জনাব গোলাম কবির, মনোহরদি পৌরসভার মেয়র জনাব আমিনুর রশিদ সুজন। ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব মোস্তাফিজার রহমান, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র জনাব আঞ্জুমানা বেগম, সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র জনাব আনোয়ার রেজা, হরিনাকুন্ডু পৌরসভার মেয়র জনাব ফারুক হোসেন, মহেশখালি পৌরসভার মেয়র জনাব মকছুদ মিয়া আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আগামী অর্থ বছরে এলাইন্স এর অন্তর্ভুক্ত সকল পৌরসভা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার জন্য বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখবেন। এলাইন্স এর কলেবর বৃদ্ধির জন্য পৌরসভাগুলিতে সদস্য হওয়ার আহ্বান জানিয়ে চিঠি প্রদান করা হবে। তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার রিপোর্ট সচিবালয়ে প্রেরণ করবেন স্ব-স্ব পৌরসভা। সভায় রংপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌরসভার মেয়রদ্বয় ঘোষণা করেন আগামী অর্থবছরে যথাক্রমে দশ লক্ষ ও পাঁচ লক্ষ টাকা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বরাদ্দ রাখবেন।
বান্দরবান পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ বেবী ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং সড়ক দূর্ঘটনায় আহত সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস এর পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করা হয়।