জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০১৯

‘শিক্ষায় বন প্রতিবেশ- আধুনিক বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসন বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ১০ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ (২৫ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ) থেকে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বরে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা -২০১৯’ অনুষ্ঠিত হয়। বৃক্ষ ও প্রাণি প্রেমী সংগঠন হিসেবে প্রতিবছরের ন্যায় এবারো এইড ফাউন্ডেশন বৃক্ষ মেলায় অংশগ্রহণ করে। সংস্থার নিজস্ব মাতৃবৃক্ষ ও নার্সারী হতে সংগৃহীত উৎপাদিত ১৮৭ প্রজাতির দুষ্প্রাপ্য ও বিরল প্রজাতির ঔষধি, সৌন্দর্য বর্ধন এবং ফলদ বৃক্ষ আগতদেরকে আকৃষ্ট করছে। বাংলার আনাচে-কাঁনাচে, পথে-প্রান্তরে অযত্ম অবহেলায় বেড়ে ওঠা মান্দার, ধুতরা, থানকুনি, যষ্টিমধুসহ বিভিন্ন গুল্ম-লতা-পাতা ও বৃক্ষের ঔষধি গুণাগুণ সমৃদ্ধ তথ্য বোর্ডটি প্রকৃতির অবদান ও প্রাচুর্যতা সম্পর্কে ধারণা পেয়ে সকলে মুগ্ধ। সংস্থার ঝ৪ কর্মসূচির উৎপাদিত অতি উন্নতমানের ভার্মি কম্পোস্ট মেলার অন্যতম আকর্ষণ। জৈব সারের উপকার, প্রয়োজনীয়তা এবং বৃক্ষের পরিচর্যা সম্পর্কীত তথ্য সচেতনতা সৃষ্টিতে সহযোগিতা করছে।
মেলায় বৃক্ষের সমারোহ, পর্যাপ্ততাসহ সকল বিষয় বিবেচনায় এইড ফাউন্ডেশনকে দ্বিতীয় পুরস্কারে ভূষিত করা হয়।

আসুন গাছ লাগাই-পরিবেশ বাঁচাই, সবুজ বাঁচাই-সবুজে বাঁচি।