৭ ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে Deaf Child Worldwide(DCW)(ডিসিডাব্লিউ) এর অর্থায়নে Centre for Disabled in development (CDD)'র কারিগরি সহায়তায় এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত “স্মাইল” প্রকল্প এর উদ্যোগে “বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ০৬ নং সারুটিয়া ইউনিয়নের ৩২ নং ভ্যাটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংগীত ইশারা ভাষায় ইন্টারপেট করা, ইশারা ভাষার সেশন, আালোচনা সভা, বাংলা ইশারা ভাষা দিবসের সাথে একাত্মতা ঘোষণা করে স্বাক্ষরতা ক্যাম্পেইন ও হাতের ছাপ নেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইলিয়াস কাঞ্চন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক জনাব সুরাইয়া পারভীন, সার্বিক তত্বাবধায়ন করেন স্মাইল প্রকল্পের এ্যাডভোকেসী ক্যাপাসিটি বিল্ডিং ডকুমেন্টশন অফিসার মো: আয়াতুল্লাহ, অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন, স্মাইল প্রকল্পের কর্মীবৃন্দ। আরো উপস্থিত ছিলেন প্রকল্পের আওতাভূক্ত শ্রবণ প্রতিবন্ধী শিশু, অভিভাবক, সুশীল সমাজ অত্র বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী ও শিক্ষকবৃন্দ।