মেয়র এলাইন্স ফর হেলদি সিটি এক লাখ বৃক্ষের চারা রোপন করবে ২৩ এপ্রিল ২০২৪ বিকাল তিনটায় জুম অনলাইনে মেয়র এলাইন্স ফর হেলদি সিটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্টিত হয়। সভাটিতে সভাপতিত্ব করেন এলাইন্স এর চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোস্তাফিজার রহমান মোস্তফা। সঞ্চালনা করেন এলাইন্স এর কোঅর্ডিনেটর আবু নাসের অনীক। সভায় এলাইন্সের সচিবালয়ে সরাসরি উপস্থিত থেকে অংশগ্রহণ করেন সাভার পৌরসভার মেয়র জনাব হাজী মোহাম্মদ আব্দুল গনি, ধামরাই পৌরসভার মেয়র জনাব গোলাম কবির, ঠাকুরগাও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা, হরিনাকুন্ডু পৌরসভার মেয়র জনাব ফারুক হোসেন এবং এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা। সভায় মোট ২৫ টি পৌরসভার মেয়রগণ অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত মেয়রগন আগামী বাজেটে (২০২৪-২৫) তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার জন্য পৃথক বরাদ্দ রাখবেন। স্বাস্থ্যসম্মত নগরী হিসাবে গড়ে তোলার জন্য এক লাখ বৃক্ষরোপণ করবেন। আগামী ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

On April 23, 2024 at 3 pm, the meeting of the Executive Committee of the Mayor's Alliance for Healthy City was held on Zoom online. The meeting was presided over by Alliance's Chairman and Mayor of Rangpur City Corporation Mr. Mostafizar Rahman Mostafa. Abu Naser Anik, Coordinator of Alliance, moderated. Mr. Haji Md Abdul Gani, Mayor of Savar Municipality, Mr. Golam Kabir, Mayor of Dhamrai Municipality, Anjuman Ara Bannya, Mayor of Thakurgao Municipality, Mr. Faruq Hossain, Mayor of Harinkundu Municipality and Shagufta Sultana, PD, AID Foundation participated in the meeting inperson from the Secretariat of Alliance. Mayors of 25 municipalities participated in the meeting.

Mayors present in the meeting will keep a separate allocation for tobacco control activities in the next budget (2024-25). Plant one lakh trees to build a healthy city. It was decided to celebrate the World No Tobacco Day on May 31 in a grand atmosphere.