ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৯ উদযাপন’

অদ্য ০৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ (২০ জুন ২০১৯ খ্রিস্টাব্দ) ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৯’ উদযাপন উপলক্ষ্যে এইড ফাউন্ডেশন যৌথভাবে জেলা টাস্ক ফোর্স, বাংলাদেশ তামাক বিরোধী জোট, পদ্মা সমাজ কল্যাণ সংস্থা ও সুপ্রো- একটি র‌্যালী, সংক্ষিপ্ত আলোচনাসহ দিনব্যাপী মাইকিং এর আয়োজন করে। র‌্যালীটি ডা. সেলিনা বেগম; সিভিল সার্জন ঝিনাইদহ, এইড ফাউন্ডেশনের মো. দোয়া বখশ শেখ; সহকারী পরিচালক, পদ্মার নির্বাহী পরিচালক মো: হাবিবুর রহমান, ও সুপ্রর প্রতিনিধি ‘উই’ এর নির্বাহী পরিচালক জনাব শরীফা বেগমের নেতৃত্বে সিভিল সার্জন ঝিনাইদহ, অফিস থেকে যাত্রা করে শহরের হামদহ এলাকার মহাসড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন ঝিনাইদহ, অফিস প্রাংগনে প্রত্যাবর্তন পূর্বক একটি সংক্ষিপ্ত আলোচনায় সিভিল সার্জন ঝিনাইদহ সহ অন্যান্যরা দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে সকলকে আহ্বান জানান। মাইকের মাধ্যমে প্রচারণা শহরবাসীকে তামাক ব্যবহারের ক্ষতি সম্পর্কে সংবেদনশীল করে তুলবে বলে আশা করা যায়।