পয়ঃ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন প্রকল্পের আওতায় – ঝিনাইদহ পৌরসভার মানব বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এস এন ভি নেদারল্যান্ড এর সহযোগিতায় ঝিনাইদহ পৌরসভা ও এইড ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ২৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ (১০ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ) বুধবার এইড কমপ্লেক্স, ঝিনাইদহে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব তারিকুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব সাইদুল করিম মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জনাব এস, এম আনিছুর রহমান খোকা ও ঝিনাইদহ জজ কোর্ট এর আইনজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট এ, কে, এম মনোয়ারুল হক লাল। এছাড়াও এস এন ভি‘র খুলনা প্রতিনিধি জনাব এ এস এম হুসাইন এবং ঝিনাইদহ প্রতিনিধি জনাব মোঃ ফয়জুর রহমান সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, এইড ফাউন্ডেশন ঝিনাইদহ পৌরসভার সহিত প্রাইভেট পাবলিক পার্টনারশীপ (পিপিপি) ভিত্তিতে ও এস এন ভি নেদারল্যান্ড এর আর্থিক ও কারিগরি সহায়তায় মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। মতবিনিময় সভায় মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীগণ বিভিন্ন প্রশ্ন করে এ বিষয়ে জানতে চান। সভায় আলোচনা, প্রশ্নোত্তরসহ সংশ্লিষ্ট বিষয়ক পটগান অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীগণ এই ধরনের অংশগ্রহণমূলক মতবিনিময় সভা বিভিন্ন ওয়ার্ড ও প্রতিষ্ঠানে আয়োজন করার পরামর্শ দেন।