Recents Activities
বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ অভিযান-২০১৯ (পর্ব-০১)
ঝিনাইদহ জেলা প্রশাসন এর আয়োজনে এবং সরকারি বেসরকারি ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে অদ্য ০৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ (২০ জুন ২০১৯ খ্রিস্টাব্দ) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ‘আসুন বায়ুদূষণ রোধ করি’ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ এবং ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী ইসলাম অংশগ্রহণ করেন। র্যালী শেষে বন বিভাগ কর্তৃক উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করে। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ সংস্থার বৃক্ষরোপণ অভিযান-২০১৯ এর শুভ উদ্বোধন করেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত সংস্থার এইড কমপ্লেক্স থেকে মডার্ণ সংলগ্ন রাস্তা এবং মডার্ণ মোড় সংলগ্ন স্বাধীন টাওয়ারের পাশে বৃক্ষের চারা রোপণ করেন। উক্ত কর্মসূচি সমূহে সংস্থার কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।