Recents Activities
“বর্ষাবরণ-২০১৯”
প্রকৃতির অপার সৌন্দর্যের অধিকারী বর্ষা ঋতুকে বরণ করে নিতে ঝিনাইদহের ঐতিহ্যবাহী মোহনা সাংস্কৃতিক একাডেমী প্রতি বছরের ন্যায় এবারো এইড ফাউন্ডেশন এর সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে উদযাপন করলো বর্ষাবরণ। ০৮ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ (২২ জুন ২০১৯ খ্রিস্টাব্দ) বিকাল ৫ টায় মোহনার কুঁড়ে ঘর, এইড কমপ্লেক্স, ঝিনাইদহ এর মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় বরেণ্য শিল্পীদের শ্রুতিমধুর সঙ্গীত পরিবেশনায় আগত অতিথিগণ বিমোহিত হন। আষাঢ়ের মেঘলা আকাশের অনুকূল আবহাওয়া, দর্শক এবং শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণ উচ্ছ্বলতায় ভরে ওঠে।
এবারের আয়োজন থেকে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সরকারকে আরো জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।